দেশব্যাপী ভার্চুয়াল আইটি ইনস্টিটিউট এজেন্ট সেন্টার সমূহ
কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস করবেন:
যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ভার্চুয়াল আইটি ইনস্টিটিউট এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। এজন্য, ভার্চুয়াল আইটি ইনস্টিটিউট কোর্স রেজিস্ট্রেশন করার পর উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। তবে এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার এবং তত্ত্বাবধান বাবৎ তাদের ফি প্রদান করতে হবে।
প্রতিটি কোর্সের জন্য এজেন্টদের ২০০০ থেকে ৩০০০ টাকা প্রদান করতে হবে। তবে যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন রয়েছে, তাঁরা শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান করে ঘরে বসেই কোর্স শেষ করতে পারবেন।
জেলা | এজেন্ট এর নাম | ঠিকানা | যোগাযোগ |
|
Barguna | মর্ডান কম্পিউটার্স | ৩৮৯/৭, সদর রোড, বেতাগী পৌরশহর | 01716375477 |
|
Barisal | গোল্ডেন আইটি ইন্সটিটিউট | কুয়েত প্লাজা (লেভেল-২), সাগরদী | 01714263585 |
|
Bogra | সিপিএন টেকনিক্যাল ইন্সটিটিউট | স্নিগ্ধা আবাসিক এলাকা, উপশহর | 01717201518 |
|
Bogra | অল আইটি বিডি | জিএস ভবন (১ম, ২য় ও ৬ষ্ঠ তলা ), আলতাফুন্নেসা মাঠের পশ্চিমে, | 01722461335 |
|
Brahmanbaria | অপটিমাম আইটি | মাওলা ভবন (৩য় তলা) ফকিরাপুলের কাছে, টি.এ রোড | 01719332187 |
|
Brahmanbaria | আল মদিনা আইটি | টি এ রোড, | 01811149531 |
|
Chandpur | মিজি-আইটি ইন্সটিটিউট | ৬৯৫ মিশন রোড, চাঁদপুর। | 01727578350 |
|
Chandpur | আইটি কম্পিউটার সিটি | ২০৩/২০৪, ফাইসাল শপিং কমপ্লেক্স, বাস স্ট্যান্ড, | 01925164052 |
|
Chandpur | মনির কম্পিউটার ট্রেনিং সেন্টার | কলেজ মার্কেট, গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ | 01783866712 |
|
Chandpur | ইয়থ কম্পিউটার হোমস্ | শাহ্ রাস্তি গেইট দোয়াভাঙ্গা, শাহ্ রাস্তি | 01813774460 |
|
Chapai Nawabganj | এপেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার | বালুগ্রাম ডিগ্রি কলেজের দক্ষিণ পার্শ্বে, বালুগ্রাম, নয়াগোলা | 01732443570 |
|
Chittagong | ইউ গ্লোবাল টেকনোলজি | শাহী কমার্শিয়াল কলেজ, ১২২ নূর আহাম্মদ রোড, আনন্দবাগ আবাসিক এলাকা, কতোয়ালী, চট্টগ্রাম-৪০০০ | 01817717686 |
|
Chittagong | স্কাই নেট ইন্সটিটিউট | মন্নান শপিং সেন্টার, কেরানীহাট, সাতকানিয়া, | 01715044082 |
|
Comilla | জাগো আইটি ইন্সটিটিউট | উপহার প্লাজা (২য় তলা), ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোড, ধর্মপুর, | 01864225347 |
|
Coxs Bazar | কম্পিউটার টেক-আইটি সলুশন | হোসেন মার্কেট, মালুমঘাট, চকরিয়া | 01854433221 |
|
Coxs Bazar | ইটিএস কম্পিউটার ইন্সটিটিউট | আশরাফ আলী ম্যানশন (২য় তলা) ঈদগাহ বাস স্টেশন, | 01812426646 |
|
Dhaka | ন্যাশনাল ইউথ ডেভলপমেন্ট ট্রেনিং | গ. ১৮৫/এ, স্কুল রোড, তিতুমীর কলেজ, মহাখালী, | 01765247240 |
|
Dhaka | ইজিটেক আইটি ট্রেনিং ইন্সটিটিউট | ২০/৮, রহমান ম্যানসন,পার্বতীনগর, সাভার | 01710494938 |
|
Dhaka | আইসিটি কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট | বাড়ি # ২৯, রোড # ০৬, ইস্পাহানি | 01551816084 |
|
Dhaka | ডিসিএফ কম্পিউটার ট্রেনিং সেন্টার | ৪৩৫/বি, খিলগাঁও | 01912874325 |
|
Dinajpur | গ্লোবাল ভিলেজ আইসিটি ওয়ার্ল্ড | হাসপাতাল মোড় ( কৃষি ব্যাংকের নীচে), স্টেশন রোড, চিরিরবন্দর | 01738553432 |
|
Dinajpur | আইটি সার্ভিস ডায়নামিক্স | ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর | 01744834666 |
|
Feni | সততা কম্পিউটার ট্রেনিং সেন্টার | খাজা শপিং কমপ্লেক্স, ছাগলনাইয়া পৌরসভা | 01819960253 |
|
Gaibandha | এ্যানেক্সটেক বাংলাদেশ লিমিটেড | ডেভিড কোম্পানী পাড়া, দাস বেকারী মোড় | 01750684013 |
|
Gazipur | আমব্রেলা আউটসোর্স প্রাঃ লিমিটেড | টঙ্গী কলেজ গেট, সুলতানা রাজিয়া রোড | 01619855554 |
|
Gazipur | এফ. এম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র | মোতালেব সুপার মার্কেট, কোনাবাড়ী কলেজগেইট, কোনাবাড়ী, গাজীপুর মহানগর | 01711003755 |
|
Jhalokati | এলিট কম্পিউটার্স | ৫৫, কামারপট্টি রোড, | 01732775790 |
|
Jhenaidah | এ্যাপেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার | চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্ত্বর, | 01716853039 |
|
Joypurhat | রিয়েল লাইফ স্কুল | আজিম উদ্দিন ম্যানশন(১ম তলা), বাসস্ট্যান্ড, | 01911600848 |
|
Madaripur | অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার | সুমন হোটেল সার্কেল, মাদারীপুর | 01935604091 |
|
Manikganj | বিএসআর কম্পিউটার ট্রেনিং সেন্টার | সাটুরিয়া ইউ.পি সদর, সাটুরিয়া | 01685368244 |
|
Moulvibazar | তাজারা কম্পিউটার ট্রেনিং সেন্টার | সিরাজনগর, শ্রীমঙ্গল | 01751-734600, 01717-583528 |
|
Naogaon | বসুন্ধরা কম্পিউটার এন্ড সাইবার ক্যাফে | মুক্তির মোড়, নওগাঁ সদর | 01717178569 |
|
Narayanganj | ওয়েব আইটি একাডেমি | মুড়াপাড়া দক্ষিণ বাজার, রূপগঞ্জ | 01914068620 |
|
Narayanganj | আইডিয়াল কম্পিউটার একাডেমী | চৌধুরীবাড়ী, গোদনাইল | 01619489895 |
|
Narayanganj | পিএমবিডি আইটি ইন্সটিটিউট | ব্লক ৪/এ, ভূঁইয়া ফার্মেসি, বাগমারা বাজার, সিদ্ধিরগঞ্জ | 01558934777 |
|
Natore | আদিব কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট | বনপাড়া বাজার,বড়াইগ্রাম | 01711375541 |
|
Noakhali | সফটওয়্যার ইনফরমেশন টেকনোলজি | মনোয়ারা প্লাজা নিরাময় হসপিটালের বিপরীতে, মাইজদি | 01856495945 |
|
Noakhali | স্টাডি টেক আই টি ইন্সটিটিউট | মিয়াজী পাড়া মসজিদ সংলগ্ন তাহির প্লাজা | 01622465575 |
|
Rajshahi | বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার | ইউনিয়ন কাউন্সিল রোড, পুঠিয়া | 01716123696, ‘01817381835 |
|
Rangamati | কম্পিউটার ভিলেজ | মিনি সুপার মার্কেট, নিউ কোর্ট বিল্ডিং এলাকা | 01715330351 |
|
Rangpur | একটিভ ওয়ার্কার্স | ঠিকাদার পাড়া মোড় কলেজ রোড | 01714333807 |
|
Sherpur | একসেস এডুকেয়ার | ৩য় তলা, মুসলিম মার্কেট, শহিদ বুলবুল রোড | 01753302408 |
|
Sirajganj | যমুনা ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার | কাজীপুর রোড, ভেওয়ামারা, | 01919946826 |
|
Sirajganj | বাবুল কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট | শেরখালি উকিলপাড়া, শাহজাদপুর, | 01715082325 |
|
Sirajganj | সেন্ট্রাল আইটি ল্যাব | ৮৭৮, এসএস রোড, | 01712866144 |
|
Sunamganj | জাউয়া বাজার টেকনিকাল ট্রেনিং সেন্টার | জাউয়া বাজার, ছাতক | 01710185583 |
|
Sylhet | এবাকাস ডিজিটাল কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট | মেজরটিলা বাজার, ইসলামপুর | 01711983408 |
|
Tangail | মডার্ন কম্পিউটার ইন্সটিটিউট | মসজিদ মার্কেট (২য় তলা), ভূঞাপুর | 01721202030 |
|
Tangail | জিনিয়াস কম্পিউটার টেকনোলজি | বাজার রোড, ঘাটাইল, টাঙ্গাইল। | 01758345180 |
|
বি:দ্র: রেজিস্ট্রেশন ফি ভার্চুয়াল আইটি ইনস্টিটিউট কোর্স রেজিস্ট্রেশনের সময় বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে। এরপর এজেন্ট সেন্টারে গিয়ে এজেন্ট ফি প্রদান করে ক্লাসে অংশ নিবেন।
কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস হবে:
যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ভার্চুয়াল আইটি ইনস্টিটিউট এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। সেখানে সব শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটার এবং ইন্টারনেট থাকবে। শিক্ষার্থীরা ক্লাস সময়ে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। উক্ত প্রতিষ্ঠানের এজেন্টরা ক্লাসে অংশগ্রহণ এবং যেকোন সমস্যায় পড়লে সেটা সমাধান করে দিবেন।
ভার্চুয়াল আইটি ইনস্টিটিউটর স্বনামধন্য শিক্ষকগণ ঢাকা থেকে অনলাইনে ক্লাস করাবেন। উক্ত ক্লাস, শিক্ষকের কম্পিউটার স্ক্রিন আপনার কম্পিউটারে দেখা যাবে, কোন কিছু বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আপনি শিক্ষককে প্রশ্ন করতে পারবেন।